بسم الله الرحمن الرحيم

Personal Branding Accelerator

Your Career Growth Journey, Not Just Another Course

Grow Your Personal Brand & Monetise Your Audience

  • ✅ Learn to develop business mindset
  • ✅ Clarify client persona & create strong offer
  • ✅ Optimise LinkedIn, Youtube & Facebook
  • ✅ Create content to grow your audience
  • ✅ Build a system to automate growth
  • ✅ Be accountable with follow up
  • ✅ Launch your FIRST digital products
  • ✅ Get inbound & outbound leads
  • ✅ Create outsized financial return
  • ✅ Transform your life

Sonia Akter’s Career Journey

২০২০ সাল থেকে Online Career-এ আছি।
Amazon affiliate content writer (Aug, 2020 - June 2023)
Copywriter + (Tony Robbins , Jasmin Alic, Justin Welsh সহ) 13 International Marketer-দের Self Study করি (July 2023 - March 2024)
সেই self study থেকে learning গুলো দিয়ে একটি বই লিখি “Build Your Personal Brand Like Legends” (April-June 2024)
LinkedIn-এ 6500+ Followers Personal Brand তৈরি করি (July 2024-Feb 2025)
এই সময় আর ও ৬টি offer create করি, নিজেই marketing করি ও sell করি।

Are you ready to build an engaged audience and bring leverage to anything you do?

আপনি কি এই সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনোটা নিয়ে বছরের পর বছর ধরে struggle করে যাচ্ছেন?

🧠 Industry Research, Client Persona, Offer Creation, Marketing, Sales…
⏳ Procrastination, Consistency, Time Management…
❓ কাকে, কিভাবে pitch করলে convert হবে—এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারছেন না?
💼 Freelancing-এর পরেও stable client pipeline নেই?
🏢 Agency business-এ Inbound Leads আসছে না?
💸 Client কমে গেলে team-এর salary দিতে গিয়ে stress বাড়ছে?
🌠 Agency স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে?
🌀 সব কিছু সামাল দিতে গিয়ে বেসামাল হয়ে যাচ্ছেন?

⛔ এবার থামুন কারণ আর নয় এই Struggle

✋ আর নিজেকে বলুন: “Enough is Enough”.

তাহলে আপনার জন্যই আমি Design করেছি “Personal Branding Accelerator” Career Growth Journey।

কেবল skill-কে scale নয়। আল্লাহর সন্তুষ্টি, রাসূল (সা.)-এর আদর্শ আর একজন মুসলিম পেশাজীবীর সম্মানজনক জীবিকা—এই সবকিছুকে মাথায় রেখেই।

“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন।
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”

— সূরা তালাক, আয়াত ২-৩

Are you ready to build an engaged audience and bring leverage to anything you do?

আপনি কি এই সমস্যাগুলোর মধ্যে কোনো না কোনোটা নিয়ে বছরের পর বছর ধরে struggle করে যাচ্ছেন?

🧠 Industry Research, Client Persona, Offer Creation, Marketing, Sales…
⏳ Procrastination, Consistency, Time Management…
❓ কাকে, কিভাবে pitch করলে convert হবে—এই সিদ্ধান্তেই পৌঁছাতে পারছেন না?
💼 Freelancing-এর পরেও stable client pipeline নেই?
🏢 Agency business-এ Inbound Leads আসছে না?
💸 Client কমে গেলে team-এর salary দিতে গিয়ে stress বাড়ছে?
🌠 Agency স্বপ্ন আজও স্বপ্নই রয়ে গেছে?
🌀 সব কিছু সামাল দিতে গিয়ে বেসামাল হয়ে যাচ্ছেন?

⛔ এবার থামুন কারণ আর নয় এই Struggle

✋ আর নিজেকে বলুন: “Enough is Enough”.

তাহলে আপনার জন্যই আমি Design করেছি “Personal Branding Accelerator” Career Growth Journey।

কেবল skill-কে scale নয়। আল্লাহর সন্তুষ্টি, রাসূল (সা.)-এর আদর্শ আর একজন মুসলিম পেশাজীবীর সম্মানজনক জীবিকা—এই সবকিছুকে মাথায় রেখেই।

“যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য উত্তরণের পথ বের করে দেন।
এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন, যা সে কল্পনাও করতে পারে না।”

— সূরা তালাক, আয়াত ২-৩

এই Journey-র প্রতিটি ধাপে আমি চেষ্টা করেছি...

  • ✅ Professional practice এর সাথে সাথে আখিরাতের জন্য আমল করার সুযোগ তৈরি করতে।
  • ✅ যেন আপনি শুধু একজন ভালো Earner-ই না, একজন purpose-driven Muslim professional হয়ে উঠেন।

Problem Finding Through Real Experience

এই Career Growth Journey design করার জন্য আমি ৩০+ Freelancers, agency owners, entrepreneurs-দের সাথে ৭০+ ঘন্টা আমার LinkedIn Accelerator 2nd Batch এর $100 valued 1:1 session এ বসেছি।

যেখানে আমি তাদের বিভিন্ন প্রশ্ন করেছি। ‌তারা উত্তর দিতে গিয়ে তাদের ব্যথা খুলে বলেছে। আমি গল্প শুনেছি, বুঝেছি।

তাদের সমস্যাগুলো চিনে নিয়ে—সেই pain points গুলো ঠিক করে এই Journey design করেছি।

এই মানুষগুলো আপনার মতোই ছিলেন—confused, stuck, inconsistent।

কিন্তু আজ তারা জানে—

  • ✅ কার জন্য কাজ করছেন
  • ✅ কিভাবে নিজের Brand তৈরি করতে হয়
  • ✅ কিভাবে তারা নিজের Vision, Faith আর Value নিয়ে সামনে এগোতে পারে

Career Growth Design: The Backstory

১০০+ ঘণ্টা research করে, ছোটবেলার সেই অনুপম, Pangery, Galaxy, Jupitart, Lecture আর Popi গাইড-এর মত করে এই সকল real problem-এর একটি exact, practical solution ডিজাইন করেছি।

একটি রাস্তা—যা আপনাকে শুধু ক্যারিয়ার নয়, জীবনের পথও দেখাবে।

❝ নিশ্চয়ই এ কুরআন এমন একটি পথ প্রদর্শন করে, যা সবচেয়ে সঠিক। ❞

— সূরা ইসরা, আয়াত ৯

এই journey শুধু success শেখাবে না। এটা শেখাবে—Success কাকে বলে, কেনো সেটার মানে শুধু টাকা না, আর কিভাবে একজন মুসলিম হিসেবে আপনি দুনিয়া ও আখিরাতে সেই Success অর্জন করতে পারেন।

We’ll Build Your Brand On:

LinkedInLinkedIn
YouTubeYouTube
FacebookFacebook
InstagramInstagram
MahfilMahfil

What You’ll Learn Inside the Journey

A 6-Month Deep-Dive into Personal Branding, Business Mindset, Content Strategy & Real Growth

  • ✍️ Problem Solving & Helping Mindset (Niah)
  • ✍️ Develop Business Mindset (Niah)
  • 📊 Industry Research
  • 🎯 Clear Client Persona
  • 🏷️ Strong Offer Creation
  • 📈 Marketing Trend Analysis
  • 🔧 Social Media Profile Optimization
  • 📎 Lead Magnet Creation (Case-study)
  • 📁 Content Strategy Following Sales Funnel
  • 🔥 Weekly Viral & Trendy Content Resource
  • 📝 Weekly Content Creation (for productivity)
  • 📊 Weekly Progress Report Card Submission
  • 📃 Unique Proposal Template Creation
  • 💬 Communication, Negotiation & Closing
  • ❓ Monthly Follow-Up Sessions (Q/A)
  • 🌍 Monthly International Mentoring
  • 🤝 Networking & Self Accountability
  • 💡 Knowledge & Idea Sharing

🎁 Get These Premium Resources — Absolutely FREE

Total Resource Value: $200+ — Yours Free Inside the Program

📘 Previous eBooks

  • ✔️ Personal Branding Blueprint
  • ✔️ Personal Brand Operating System

📕 Recent Releases

  • ✔️ LinkedIn Profile Optimization Blueprint
  • ✔️ YouTube Channel Optimization Blueprint
  • ✔️ Facebook Page Optimization Blueprint

📗 Upcoming eBooks

  • ✔️ Instagram Profile Optimization Blueprint
  • ✔️ Mahfil Channel Optimization Blueprint

This library is continuously expanding — all included with your mentorship access 🎓

Phase 1: 60 Days Action Plan

Month 1: Foundation Building

Week 1

Day 1: Develop Problem Solving, Helping & Business Mindset (Niah)

এই দিনটি আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখানে আমরা আমাদের কাজের নিয়ত ঠিক করব

  • কেন কাজ করছি
  • কার জন্য করছি
  • কোন উদ্দেশ্যে করছি
“নিশ্চয়ই সকল কাজ নিয়তের উপর নির্ভর করে...”
— সহীহ বুখারী, হাদীস ১; সহীহ মুসলিম, হাদীস ১৯০৭
“Your body is the servant of your mind. Train your mind...”
— Sabit Rayhan
Day 2: Clarify Client Persona

এই দিন আপনি Clear Client Persona তৈরি করবেন। আপনার মূল audience কে? তাদের pain points, dream goals, and buying behaviors কেমন?

Click here for details

Week 2

Day 3: Weekly Progress Report Card Submission (1)

প্রথম সপ্তাহের কাজের ভিত্তিতে সবাই Report Card জমা দিবেন। Best Persona-টি Gumroad-এ Digital Product Lead Magnet হিসেবে ব্যবহার করার guideline দেওয়া হবে।

“যে ব্যক্তি মানুষকে কল্যাণের দিকে ডাকল...”
— সহীহ মুসলিম, হাদীস ২৬৭৪
Day 4: Strong Offer Creation

২য় দিন Strong Offer Package তৈরি করা হবে।

Click here for details

Week 3

Day 5: Profile Optimization

LinkedIn, YouTube, Facebook Page, Instagram ও Mahfil - সব platform এর Optimization Blueprint আগেই দেয়া হয়েছে।

“আল্লাহ তাআলা ভালোবাসেন, যখন তোমাদের কেউ কোনো কাজ করলে তা নিখুঁতভাবে করে।” — মুস্তাদরাক, হাদীস ২২৬
Day 6: Lead Magnet Creation (Case Study)

Lead Magnet কীভাবে বানাতে হয়, Live দেখানো হবে।

Week 4

Day 7: Weekly Progress Report Card Submission (2)

Lead Magnet Creation best কাজকে Standard ধরে বাকিদেরটা Improve করা হবে।

Day 8: Content Strategy following Sales Funnel
  • 80% TOFU (Top of Funnel)
  • 10% MOFU (Middle of Funnel)
  • 10% BOFU (Bottom of Funnel)

Month 2: Planting Your Personal Brand Tree

Week 5

Day 9: Weekly Content Creation & Engagement

৭টি Content draft লিখে Schedule ও Engagement practice করা হবে। 400+ viral resources দেওয়া হবে।

“তোমরা কাজ করে যাও...” — সূরা আত-তাওবা: ১০৫
Day 10: Monthly Follow Up Session (Q/A) (1)

Google Form দিয়ে প্রশ্ন জমা নেয়ার পর Zoom session হবে।

Week 6

Day 11: Weekly Content Creation (2) + Canva Cheatsheet

Canva দিয়ে Cheatsheet Design শেখানো হবে। 100+ Viral Resources দেওয়া হবে।

Day 12: Unique Proposal & Outreach DM Template Creation

Week 7

Day 13: Weekly Progress Report Card Submission (3)
Day 14: Communication, Negotiation & Closing

Client Communication ক্লাস পরিচালনা করবেন Nurse Hafsa Apu.

“তোমরা মাপে পূর্ণ দাও, ওজনে কম কোরো না...” — সূরা আশ-শু'আরা: ১৮১-১৮২

Week 8

Day 15: Monthly International Mentoring

Top Guest Speaker থেকে Million Dollar Strategy শোনা যাবে।

Day 16: Monthly Follow Up Session (Q/A) (2)

Phase 2: 120 Days Follow-Up Plan

আপনারা এখন Personal Branding এর Basic বুঝেছেন ও Action নিয়েছেন।‌ এখন শুধু প্রয়োজন Consistent থাকা। আর এ জায়গায় এসেই আপনারা ৯৯% মানুষ হোঁচট খান। আর ব্যাস Client Pipeline ও Sustainable Career এর অধরা স্বপ্ন অধরাই থেকে যায়।

এজন্য অষ্টম সপ্তাহের মত প্রতিমাসে ১টি Monthly Follow up session (Q/A) ও ১টি Monthly International Mentoring session হবে।

Month 3

  • ✅ Monthly Follow up session (Q/A)
  • 🌐 Monthly International Mentoring
  • 📘 Mike Romaine এর (How To Build A Creator Newsletter Case Study)
  • 👥 Followers: 6500+
  • 📧 Business Type: Newsletter
  • 💰 Revenue: 6 Figure $$$

Month 4

  • ✅ Monthly Follow up session (Q/A)
  • 🌐 Monthly International Mentoring
  • 📘 Justin Macham এর (How To Design Great Connect Case Study)
  • 👥 Followers: 357k+
  • 📊 Business Type: Infographic
  • 💰 Revenue: 6 Figure $$$

Month 5

  • ✅ Monthly Follow up session (Q/A)
  • 🌐 Monthly International Mentoring
  • 📘 Upcoming

Month 6

  • ✅ Monthly Follow up session (Q/A)
  • 🌐 Monthly International Mentoring
  • 📘 Upcoming

📌 In the meantime, you must submit your weekly Progress Report.

وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا

“যারা আমার রাস্তায় চেষ্টা করে, আমি অবশ্যই তাদের আমার পথে পরিচালিত করব।” — সূরা আনকাবুত: ৬৯

📌 এই Career Growth Journey কাদের জন্য:

  • ✅ যাদের ইতোমধ্যে web development, graphic design, video editing বা অন্য কোনো creative skill আছে।
  • ✅ যারা নিজের Skill নিয়ে 100% Confident.
  • ✅ যারা 10-40K BDT ইনকামে stuck হয়ে আছেন। কিন্তু proper mentoring না থাকার কারণে grow করতে পারছেন না।
  • ✅ Freelancer, Agency Owner ও, e-commerce entrepreneur যারা Personal Branding এর মাধ্যমে Inbound leads এর Client/Customer Pipeline ও Sustainable Career গড়তে চান।
  • ✅ যারা randomly client hunting নয়, lead magnet এর মাধ্যমে targeted client attract করতে চান।
  • ✅ যারা (e-commerce entrepreneur) শুধু Facebook ad run নয়, এর পাশাপাশি lead magnet এর মাধ্যমে right customer attract করে sell বাড়াতে চান।
  • ✅ যারা procrastination, consistency, and time management problem face করছেন এবং এর loophole-এ আটকে আছেন।
  • ✅ যারা Process Follow করতে পারবেন ও Action Taker. I mean Doer.
  • ✅ যারা নিজের existing skillset কে scale করে business এ রূপান্তর করতে চায়, যেটা সত্যিকারের career & income growth দিবে!

📌 এই Career Growth Journey কাদের জন্য নয়:

  • ❌ যারা নিজেদের Skill নিয়ে Confident নন
  • ❌ যারা shortcut খুঁজছেন ও আজকেই client চান
  • ❌ যারা Process Follow করতে পারবেন না
  • ❌ যারা অলস এবং action taker নন
  • ❌ যারা shiny object syndrome এ ভুগেন

⚠️ ১০ বছর পরেও ‘Client কই পাব?’—এই প্রশ্নে কি আটকে থাকবেন?

এই Career Growth Journey শেষে আপনি আর Client Hunting Game এর Player থাকবেন না। আপনি হবেন এই Game-এর Designer. Client আপনি hunt করবেন না, choose করবেন।

তখন আপনি আর “Client কিভাবে পাব? কোথা থেকে পাব?” এই টেনশন করবেন না। আপনি Personal Branding এর মাধ্যমে বলবেন— “Here's how I solve your problems, help you, and contribute to grow your business.”

আর আপনার competitors বলবে—“এই লোকটা কেমন করে আমাদের আগেই সব বুঝে যায়?”

AI আপনাকে Replace করে দিবে, যদি এখনই শুরু না করেন। যদি এখনই Personal Branding এর মাধ্যমে Sustainable Client Pipeline তৈরি না করেন— AI কিন্তু বসে নেই।

Market-এ অন্যরা Personal Branding এর মাধ্যমে Career grow করবে, আর আপনি করবেন আফসোস।

সময়টা চলে যাবে ঠিকই। ১০ বছর পরেও হয়তো আপনি একই জায়গায়— “Client কই পাই?” এই চিন্তায় হতাশ।

এখনই Enroll কেন করবেন?

কারণ Trend যারা আগে ধরতে পারে, জয়ও তারাই পায়। আর এখনকার content creation এর‌ মাধ্যমে personal branding. তাই এই Career Growth Journey বাজারে Underrated থাকবে না।

❌ এটা কোনো shortcut, hacks & tips এর কোর্স না—

✅ এটা একটাই পথ: Personal Branding & Sustainable Career Growth Journey.

Personal Branding শিখে ফেললে Client আপনাকে choose করবে না, বরং আপনি করবেন— “Whom should I choose?”

তাই Personal Branding সবার জন্য না। শুধু তাদের জন্য, যারা মুহূর্তেই সিদ্ধান্ত নিতে পারেন:

  • ✅ To Build Your Personal Brand
  • ✅ To Build Your Passionate Business
  • ✅ To Build A Better Life You're Dreaming

❌ আর যারা একটা বড় সিদ্ধান্ত নিতে ভয় পান, সারা জীবন Client Hunting করতে চান—এই Journey তাদের জন্য নয়।

⛔ এখনো যদি ভাবেন—“পরে Enroll করব”…

তাহলে একসময় ফিরে এসে দেখবেন দরজা বন্ধ। ভেতরের মানুষ তখন Live ক্লাসে Personal Branding-কে Decode করছে… আর আপনি? দাঁড়িয়ে আছেন Miss করা সুযোগের সামনে।

এখন আসল হিসাব

আপনি একজন Freelancer অথবা Agency Owner এবং আপনার monthly income goal $4k within next 1 year.

  • ✅ Facebook Page ও LinkedIn Profile professionally optimize করেছেন।
  • ✅ প্রতিদিন ১টি করে মাসে ৩০টি quality content দেন।
  • ✅ organic reach এবং target clients এর attention ধীরে ধীরে বাড়ে।
  • ✅ প্রতি মাসে ৩০–৫০ inbound lead পাওয়া সম্ভব।
  • ✅ যদি তার মধ্য থেকে মাত্র ৮টি client পাওয়া যায় × $500 = $4000/month

এখানে আপনার CAC (Customer Acquisition Cost) প্রায় নেই বললেই চলে কারণ আপনি Inbound Strategy ফলো করছেন, Content দিয়েই Trust build করছেন।

✅ এটা যে সম্ভব, তা আমি LinkedIn Accelerator 2nd Batch success এ আগেই দেখিয়েছি।

Investment, Not Expense

❌ This is not a course.
✅ This is your Sustainable Growth Project.

  • 🌱 Expert Mentorship
  • 💰 Income System Design
  • 🔗 Client Pipeline Setup
  • 🌳 A ‘Personal Brand Tree’ that keeps growing and giving

Actual Price: ৮,০০০ টাকা

Offer Price: ৫,০০০ টাকা (জুন ২ পর্যন্ত)

Discount: ৩৭.৫% (You Save: ৩,০০০ টাকা)

🎁 আগামী ৭২ ঘণ্টার মধ্যে (২৫ মে রাত ১০টা) জয়েন করলে পাবেন 7 LinkedIn Headline and About Templates একদম ফ্রি!
(পরবর্তীতে আর দেয়া হবে না)

🧠 এখন আপনি ঠিক করে বলুন—মাত্র ৫,০০০–৮,০০০ টাকা বিনিয়োগে যদি $৪,০০০/মাসের ROI আসে, তাহলে এটা দামী, নাকি আপনার সিদ্ধান্তহীনতা?

⚠️ “দাম বেশি কেন?”—এই প্রশ্নই প্রমাণ করে আপনি এখনো Client Hunting এর Fixed Mindset এ আছেন।

এই Journey শুধু আপনাকে Action নিতে শেখাবে না, বরং কিভাবে Consistent থাকতে হয় তাও শেখাবে—Networking এর মাধ্যমে Self-accountable থেকে।

FAQ (Common Questions)

কিভাবে Class হবে?

🔹 Google Meet এর মাধ্যমে।‌

Class এর record কি দেয়া হবে?

🔹 জি, তবে Live class এ attend করলে আপনি interaction এর মাধ্যমে যা শিখতে পারবেন, তা কখনই recording থেকে বুঝতে পারবেন না। ‌

Total Class কয়টা হবে?

🔹 Phase 1: ২ মাসে ১৬ টি Live and interactive class.

🔹 Phase 2: ৪ মাসে ৮ টি Follow up Live and interactive class.

Class কবে শুরু হবে?

🔹 15th June, Sunday. (পরবর্তী আপডেট সময়ের সাথে জানিয়ে দেওয়া হবে।)

আপনি কি LinkedIn , YouTube, Facebook, Instagram, Mahfil সব Platform এ Personal branding শেখাবেন?

🔹 এতগুলো প্লাটফর্মে একসাথে কাজ করতে গেলে খেই হারিয়ে ফেলবেন। তবে আমি এখন focus করব LinkedIn , YouTube, Facebook এ। একটি content এর English version যাবে LinkedIn এ, Bangla version যাবে Facebook এ, এবং Video version যাবে YouTube এ।

🔹 এভাবেই আমরা একটি content repurpose করব এবং productive থাকব ইনশা আল্লাহ। তবে সবাইকে যে এই তিনটা platform এ কাজ করতে হবে এমন কোন কথা নেই। কেউ চাইলে দুটোতেও কাজ করতে পারেঊ, একটিতেও কাজ করতে পারেন। তবে consistent থাকতে হবে এটাই হচ্ছে সবচেয়ে বড় challenge।

Career Growth Journey কী?

🔹 আপনাদের বেশিরভাগ মানুষের, common problem হচ্ছে procrastination, consistency, and time management. প্রতিটা course এ শুধু আপনাদেরকে skill বা client hunting শেখানো হয়। কিন্তু পরবর্তীতে follow-up না থাকার কারণে skill আর scale করা হয় না।

🔹 Career Growth Journey এর মাধ্যমে আপনাকে চার মাস follow up এ রাখা হবে যাতে আপনি যেই problem গুলো face করছেন তার loophole থেকে বেরিয়ে আসতে পারেন ইনশা আল্লাহ।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:

📘 وَمَا مِن دَآبَّةٍ فِي ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا

“আর যমীনে চলাফেরা করে এমন কোনো প্রাণী নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহর উপর নয়।” — [সূরা হুদ, আয়াত ৬]

“নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিযিক প্রদান করেন।” — [সূরা আলে ইমরান, আয়াত ৩৭]

🔹 তাই আমি শুধু আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য আপনাদের করা সম্ভব ততটুকু করতে পারি, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন।

আল্লাহ্‌ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:

وَمَا مِن دَآبَّةٍ فِي ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا

“আর যমীনে চলাফেরা করে এমন কোনো প্রাণী নেই যার রিযিকের দায়িত্ব আল্লাহর উপর নয়।” — [সূরা হুদ, আয়াত ৬]

إِنَّ ٱللَّهَ يَرْزُقُ مَن يَشَآءُ بِغَيْرِ حِسَابٍ

“নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা অগণিত রিযিক প্রদান করেন।” — [সূরা আলে ইমরান, আয়াত ৩৭]

🔹 তাই আমি শুধু আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য আপনাদের করা সম্ভব ততটুকু করতে পারি, রিজিকের মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামীন। আর আমরা তাঁরই উপর ভরসা করি।